মাদারীপুরে শকুনি লেকের চারপাশে অভিযান, দোকানপাট উচ্ছেদ
মাদারীপুরের শকুনি লেকের চারপাশের দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।

আদালত সূত্র জানায়, শহরের শকুনি লেকের চারপাশে ভ্রাম্যমাণ দোকান বসানোয় সৌন্দর্য নষ্ট হয়েছে। এছাড়াও লেকপাড় দিয়ে পথচারীরা হাটতে গেলে সমস্যায় পড়তে হয়। এমন অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে জরিমানা না করলেও ভ্রাম্যমাণ আদালত অর্ধশত দোকান গুঁড়িয়ে দেয়। পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ মালামাল ধ্বংস করা হয়।
এ বিষয়ে এসএম ফুয়াদ বলেন, লেকের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত এ অভিযান চলবে।
আরএইচ/জিকেএস