রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৬ নভেম্বর ২০২২
প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়িতে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎতায়িত হয়ে সুফিয়া খাতুন পাখি (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমলাগাছী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুই সন্তানের জননী সুফিয়া বেগম পাখি স্থানীয় বিএডিসি ও টিসিবি ডিলার ফিরোজ কবির মণ্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় পাখি সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে যান। এসময় বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি সম্পর্কে থানা পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।