বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েও পার পেলেন না মাদক কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৬ নভেম্বর ২০২২
আটক বিপ্লব মোল্যা

আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য করতে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হলো না। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেছেন।

আটক ওই মাদক কারবারির নাম বিপ্লব মোল্যা (৪০)। ফরিদপুরের সালথা উপজেলার চর বল্লভদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে শনিবার (৫ নভেম্বর) দিনগত গভীর রাতে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক শামীম হোসেন জাগো নিউজকে বলেন, বাড়িতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই সিসিটিভি দেখে সুকৌশলে পালিয়ে যেত বিপ্লব। শনিবার গভীর রাতে সে মাদকের একটি বড় চালান নিয়ে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে রাতে উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে দুই হাজার পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিসিটিভির ডিভিআর এবং একটি মোবাইলফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে তাকে সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।