গাইবান্ধায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৮ নভেম্বর ২০২২
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে মুনমুন আক্তার মিম (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) রাত ৮ দিকে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মুনমুন কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ময়নুল হকের মেয়ে ও সাদুল্লাপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, ওইদিন বাড়িতে মুনমুন ছাড়া আর কেউ ছিল না। এরই মধ্যে তার মা শিউলী আক্তার বিকেলের দিকে সাদুল্লাপুর থেকে কাজ শেষে বাড়িতে ফিরেন। এ সময়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে এবং সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।