মাদারীপুরে আগুনে কৃষকের চারটি বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২২

মাদারীপুরের অগ্নিকাণ্ডে কৃষক তারক শেখের বাড়ির চারটি ঘরসহ পুড়ে ছাই সব কিছু।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে কৃষক তারক শেখের চারটি বসতঘর ও বসতঘরে থাকা আসবাবপত্র, দেড়শ মণ পাট, একশ মণ ধান ও চাল, ৫০ মণ বিভিন্ন রবিশস্য, চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা, জামাকাপড় পুড়ে ছাই হয়েছে। এছাড়া তার সন্তানদের বই খাতা, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীর প্রবেশ পত্র, সার্টিফিকেট, মাদরাসাছাত্রের কোরআন হাদিস, দলিলপত্র, পাসপোর্ট, ল্যাপটপসব পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত কৃষক তারক শেখ বলেন, আমার সবকিছু পুড়ে ছাই হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এখন খোলা আকাশের নিচে আমাদের থাকতে হবে।

মাদারীপুরে আগুনে কৃষকের চারটি বসতঘর পুড়ে ছাই

ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার প্রবেশপত্র পুড়ে গেছে। আমি এখন কিভাবে পরীক্ষা দিবো।

স্থানীয় শিক্ষক মো. জাফর মাস্টার বলেন, রাজৈর ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে এতো ক্ষতি হতো না। ক্ষতিগ্রস্ত কৃষক তারক শেখ একেবারে নিঃস্ব হয়ে গেছেন। তাই সরকার ও বৃত্তবানদের সহায়তা কামনা করছি।

মাদারীপুরের রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সালাউদ্দিন লস্কর বলেন, আমরা ফোনে খবর পেয়ে ইশিবপুর পর্যন্ত যাই। পরে আবার একই ফোন নাম্বার থেকে ফোন করে বলেন আগুন নিভে গেছে। তখন আমরা ফিরে আসি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য কিছু সহায়তা দেবো আমরা।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।