কুমারখালীতে হাতুড়িপেটায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫ এএম, ০৯ নভেম্বর ২০২২

কুষ্টিয়ার কুমারখালী ‍উপজেলায় বালু কেনাবেচা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. শাহজাহান (৬৫) নামে এক বৃদ্ধকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

নিহতের স্বজনরা জানায়— বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ শাহজাহানের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের পরদিন মঙ্গলবার সকালে শাহজাহান বাজারে দোকানে যাচ্ছিলেন। এসময় আইচ উদ্দিন ও তার ছেলে নয়ন এবং হৃদয়সহ কয়েকজ মিলে শাহজাহানকে বাঁশ ও হাতুড়ি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।’

এ বিষয়ে নিহতের ছেলে সজিব জানান, ‘বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে তার বাবাকে বাঁশের লাঠি ও হাতুড়িপেটা করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ‘তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা করা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।’

এ বিষয়ে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক বলেন, ‘বালু সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আল-মামুন সাগর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।