ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ নভেম্বর ২০২২

 

বৃষ্টি হলেই ভবনের ছাদ চুয়ে পানি পড়ে শিক্ষার্থীদের মাথায়, বেঞ্চে ও বইয়ের উপর। আবার শ্রেণি কক্ষে পাঠদানের সময় হঠাৎ খসে পরে প্লাস্টার। শুধু তাই নয়, শ্রেণি কক্ষের দেয়াল, ছাদ, পিলার ও গ্রেড বিমে রয়েছে অসংখ্য ফাটল। একই সঙ্গে দেবে গেছে চারটি কক্ষের মেঝে।

এ ভবনের জরাজীর্ণ দশায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এ রকম একটি ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান। এতে আতঙ্কে আছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

বুধবার (৯ নভেম্বর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এমনই দৃশ্য।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী নিয়মিত পাঠদানে অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুর ইসলাম জাগো নিউজকে বলেন, ২১ শতাংশ জায়গার উপর অবস্থিত বিদ্যালয়টির দুটি ভবন রয়েছে। একটি ভবনে তিনটি কক্ষ, যার এক কক্ষ ব্যবহৃত হয় অফিস হিসেবে। বাকি দুই কক্ষে শিক্ষার্থীদের জায়গা হয়না। ফলে শ্রেণি কক্ষ সংকটের কারণে ১৯৬০ সালে নির্মিত চার কক্ষ বিশিষ্ট একটি ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে নিরুপায় হয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। এ ভবনটির বিষয়ে একাধিক বার শিক্ষা বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষকদের পাঠদান বন্ধ রাখার কথা বলেছেন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়শা, আমিনা ও তানজিলা খাতুন জাগো নিউজকে বলেন, বৃষ্টি হলে ক্লাস করার সময় ছাদ চুয়ে পানি পড়ে। আর না হলে প্লাস্টার খসে পড়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, রুমে পানি পড়ে বলে অনেক শিক্ষার্থী বৃষ্টির দিনে ক্লাসে আসে না।

অভিভাবক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, শ্রেণি কক্ষের সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ ভবনে ছেলে-মেয়েদের পাঠদান করা হয়। এতে আমরা সব সময় আতঙ্কে থাকি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান জাগো নিউজকে বলেন, ওই পরিত্যক্ত ভবনে পাঠদান না করাতে প্রতিষ্ঠানের প্রধানকে বলা হয়েছে। এ বছরই ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের অনুমোদন হতে পারে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।