স্বাস্থ্য সচিব

‘শুধু টাকার পেছনে ছুটলে হবে না, আন্তরিক হয়ে সেবা দিতে হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১০ নভেম্বর ২০২২

স্বাস্থ্য সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, বর্তমানে চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিকে বেশি সময় দিচ্ছেন। এটি করা যাবে না। শুধু টাকার পেছনে ছুটলে হবে না, রোগীদের আন্তরিক হয়ে সেবা দিতে হবে। চিকিৎসক হওয়ার আগে সবাই সেবা করার উদ্দেশ্য নিয়েই এ পেশায় যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করার সময় চিকিৎসকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম দেখেন ও খোঁজখবর নেন স্বাস্থ্য সচিব। এ সময় হাসপাতালের নষ্ট সিটিস্ক্যান মেশিন মেরামত করার নির্দেশনা দেন তিনি।

হাসপাতালে চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন বলেন, এখানে চিকিৎসক দিলে অনেকে থাকতে চান না। তারপরও যেসব চিকিৎসক সংকট রয়েছে এখানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বর্তমানে হাসপাতালটিতে জেনারেল সার্জন, নাক কান গলা, যৌন ও চর্ম, শিশু বিশেষজ্ঞ ছাড়াও অনেক পদ শূন্য রয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।