ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, গোমস্তাপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:১৪ এএম, ১১ নভেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভেজাল দ্রব্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে জেলার রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকার তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ভেজালদ্রব্য ধ্বংস করা হয়ছে।

সোহান মাহমুদ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।