গানে গানে সাধক কবি রাধারমণ দত্তকে স্মরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১১ নভেম্বর ২০২২
গানে গানে সাধক কবি রাধারমণ দত্তকে স্মরণ ক্ষুদে শিল্পীরা

সুনামগঞ্জে গানে গানে ধামাইল সঙ্গীতের প্রবর্তক ও সাধক কবি রাধারমণ দত্তকে স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে হাসন রাজা মিলনায়তনে রাধারমণের ১০৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণরত ক্ষুদে শিল্পীরা রাধারমণ দত্তের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে ‘ভ্রমর কইয় গিয়া, কারে দেখাবো মনের দুঃখ গো, আমার গলার হার খুলে নে, জলে গিয়েছিলাম সই, আমি রবনা রবনা গৃহে, জলের ঘাটে দেইখা আসলাম’ সহ রাধারমণের রচিত বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রঞ্জন চৌধুরী, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চৌধুরী মন্তোষ, সঙ্গীত শিল্পী সোমা সাহাসহ অন্যরা।

jagonews24

জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, শিশুদের মধ্যে রাধারমণ দত্তকে ছড়িয়ে দিতে এ আয়োজন।

বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈষ্ণব বাউল রাধারমণ দত্ত সঙ্গীতানুরাগীদের কাছে রাধারমণ বলেই সমধিক পরিচিত। বাংলা লোকসঙ্গীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙ্গালীদের কাছে পরম আদরের ধন। ১৮৩৪ সালের ২৪ মে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় জন্মগ্রহণ ও ১৯১৫ সালের ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।