ফরিদপুরে সমাবেশ মঞ্চে ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২২
মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিভাগীয় সমাবেশে যোগ দিতে ফরিদপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিএনপি মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল পরিদর্শন শেষে মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা পর ঢাকা থেকে সরাসরি সমাবেশস্থলে যান মির্জা ফখরুল ইসলাম। সেখানে তিনি মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের উৎসাহিত করেন। এ সময় বিএনপি নেতাদের নিয়ে তিনি কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনে সমাবেশের মাঠ পরিদর্শন করেন।

মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান।

কোমরপুরে আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে শনিবার বেলা ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে। পরিবহন ধর্মঘটের কারণে আগে থেকেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শামা ওবায়েদ বলেন, মাঠ কানায় কানায় পূর্ণ। আশপাশের সব জেলা থেকে ফরিদপুরে এসেছেন নেতাকর্মীরা। পদ্মার ওপার মানিকগঞ্জ থেকেও এসেছেন অনেকে। মাঠে প্রায় ২০ হাজার নেতাকর্মী রয়েছেন। মাঠ ছোট, জায়গা হচ্ছে না। তিল ধারণের ঠাঁই নেই। রাতে মাঠে আনন্দ আয়োজন করা হবে। স্থানীয় শিল্পরা গান গাইবেন। সারারাত ঘুম হবে না কারো। রান্না, খাওয়া ও বিশ্রাম সব এখানেই।

তিনি বলেন, সমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকে পরিবহন মালিক ঐক্য পরিষদ। এতে আমাদের নেতাকর্মীদের মাঠে আসা আটকাতে পারেনি। পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না।

এন কে বি নয়ন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।