ফরিদপুরে বিএনপির গণসমাবেশ

পায়ের নিচে বিলবোর্ড-প্ল্যাকার্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১২ নভেম্বর ২০২২
বিলবোর্ড-প্ল্যাকার্ডের ওপর দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনছেন অনেকে

তারেক রহমান ও খালেদা জিয়ার আসন খালি রেখে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মঞ্চে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তবে রোদের তাপে মাঠে থাকা বেশিরভাগ নেতাকর্মী সড়ক, গাছ এবং আশপাশের ভবনের নিচে গিয়ে দাঁড়িয়েছেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবি সংবলিত বিলবোর্ড-প্ল্যাকার্ড অবহেলা-অযত্নে মাটিতেই পড়ে আছে।

অনেকে সেসব বিলবোর্ড-প্ল্যাকার্ডের ওপর দাঁড়িয়ে মঞ্চের নেতাদের বক্তব্য শুনছেন। তবে কেউ কেউ মাথায় দিয়ে মাঠে বসে আছেন আবার কেউ দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ‘কি করবো ভাই, যে রোদ আর গরম তাতে জান বাঁচে না। প্ল্যাকার্ড ধরে রাখতে কষ্ট হয়। এছাড়া এর কাজও শেষ। তাই নিচে রেখে দিয়েছি।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ১১ নভেম্বর থেকে দুদিনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই গণসমাবেশে যোগ দিতে দুদিন আগে থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। শনিবারও মিছিল নিয়ে হেঁটে দলে দলে সমাবেশে আসতে থাকেন নেতাকর্মীরা। তাদের পদচারণায় সমাবেশস্থল ও আশপাশ পরিপূর্ণ হয়ে ওঠে। দুপুর ১২টার পর মঞ্চে থাকা নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।

এন কে বি নয়ন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।