ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১২ নভেম্বর ২০২২
ফোন চুরির সময় একজনকে ধরে গণধোলাই দেন বিএনপি নেতাকর্মীরা

ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক পড়েছে।

সমাবেশের আগের দিন শুক্রবার (১১ নভেম্বর) রাত থেকে শনিবার (১২ নভেম্বর) সমাবেশ শুরুর পর দুপুর ২টা পর্যন্ত প্রায় শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটে।

ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক

শনিবার সমাবেশস্থল থেকে রমজান নামের এক মোবাইল চোর হাতেনাতে ধরাও পড়েন। পরে তাকে মারতে মারতে সমাবেশস্থলের পাশে এক বাগানে নিয়ে যান স্থানীয় নেতাকর্মীরা। পরে মোবাইল ফেরত দিয়ে ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পান তিনি।

ফরিদপুর শহরের খোদাবক্স রোডের বাসিন্দা ইখলাস শেখ জাগো নিউজকে বলেন, ‘ভিড়ের মধ্যে আমার নোট টেন মডেলের একটি দামি মোবাইল কোন ফাঁকে নিয়ে গেছে টের পাইনি।’

ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক

মাগুরার আলি হোসেন বলেন, ‘সতর্ক থাকার পরও কীভাবে যে আমার স্যামসাং মোবাইলটি নিয়ে গেলো টের পেলাম না।’

ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক

শুধু তারা নয়, রাজবাড়ীর বালিয়াকান্দির কামরান শেখ, ফরিদপুরের মধুখালীর আলীকদর, ফরিদপুর সদরের আকমল শেখ, বোয়ালমারীর মিজান খান তাদের মোবাইল চুরি হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন।

ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, ‘এখানে হাজার হাজার মানুষ। যার যার জিনিসপত্র তারই সামলে রাখা উচিত।’

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।