ফরিদপুরে বাস ধর্মঘটের সুযোগ নিলেন অটোরিকশা-ভ্যানচালকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০২২

ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগে শুক্রবার সকাল ৬টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ জেলা ও দূরপাল্লার সব রুটে বাস ধর্মঘটের ডাক দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। আর এ সুযোগে ইচ্ছামতো ভাড়া আদায় করেন অটোরিকশা-ভ্যানের চালকরা। সাধারণ ভাড়ার থেকে কয়েকগুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার মোড়, বদরপুরের মোড়, ভাঙ্গা রাস্তার মোড় ও বাহিরদিয়া সেতু এলাকা ঘুরে চালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতাও পাওয়া যায়।

আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের কবির শেখ বলেন, সব ধরনের গাড়ি বন্ধ। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছি। যত কষ্ট আর ভোগান্তি আমাদের মতো সাধারণ মানুষের। জরুরি কাজে ফরিদপুরে আসতেই হবে, তাই বাস না পেয়ে ভাড়ার মোটরসাইকেল ও ভ্যানে করে ভেঙে ভেঙে আসতে হয়েছে। এতে সময় লেগেছে তিনগুণ বেশি। ভাড়াও লেগেছে কয়েকগুণ।

ফরিদপুরে বাস ধর্মঘটের সুযোগ নিলেন অটোরিকশা-ভ্যানচালকরা

বোয়ালমারীর সেলিম খান বলেন, স্ত্রীকে ডাক্তার দেখানোর দিন ছিল আজ। বাস না পেয়ে ভেঙে ভেঙে ব্যাটারিচালিত ভ্যানে করে আসতে হয়েছে। ভোগান্তির শেষ নেই। জনপ্রতি ৮০ টাকা ভাড়া আড়াইশ টাকা করে দিতে হয়েছে। তাতে প্রায় হাজার টাকার ওপরে খরচ হয়েছে। ফেরার পথে কীভাবে যাব সেই চিন্তায় আছি।

কানাইপুর এলাকার অটোরিকশাচালক কিয়াম উদ্দিন শেখ বলেন, অন্যদিন যাত্রী কম থাকে। বাস বন্ধের সুযোগে একটু আধটু ভাড়া বেশি নিচ্ছি। প্রতিদিন তো আর এ সুযোগ আসে না।

ফরিদপুরে বাস ধর্মঘটের সুযোগ নিলেন অটোরিকশা-ভ্যানচালকরা

মাঝকান্দি এলাকার ইজিবাইকচালক ফরিদ বলেন, বাস বন্ধ, তাই আমাদের চাহিদা বেশি। যাত্রীর চাপ বেশি। সবাই বেশি ভাড়া নিচ্ছে। ১০০ টাকার ভাড়া আড়াইশ থেকে তিনশ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে স্বীকার করেন তিনি।

এদিকে, ফরিদপুরে বিএনপির গণসমাবেশের সমন্বয়কারী শামা ওবায়েদ বলেন, বাস বন্ধ করে সরকার সরাসরি প্রমাণ করলো, তারা যা চাইছে, সেভাবেই সব পরিচালিত হচ্ছে। এর একটাই উদ্দেশ্য, বিএনপির গণসমাবেশে বাধা দেওয়া। তবে মানুষ বাধা পেলেই বেশি বের হয়। কিন্তু বাস বন্ধের কারণে সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হলো।

ফরিদপুরে বাস ধর্মঘটের সুযোগ নিলেন অটোরিকশা-ভ্যানচালকরা

জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, মহাসড়কে অবৈধ যানচলাচল বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার বরাবর গত সোমবার চিঠি দিয়ে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তবে সেই দাবি মানা হয়নি। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। ধর্মঘটের ফলাফলের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, সমাবেশস্থলটি মহাসড়কের পাশে। সেখানে যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরাও দুর্ভোগে পড়বেন। সমাবেশ নির্বিঘ্ন ও ওই এলাকা যানজটমুক্ত রাখতেই সমাবেশস্থলের আগেই গাড়ি থামিয়ে দেওয়া হয়।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।