মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবি : নিহত ১


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

ভোলার মেঘনায় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে আবুল কালাম (৫০) নামে এক জেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম মনপুরা উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় অপর ৪ জেলে আহত হয়েছেন। আহতরা হলেন-তজুুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সিকদারকান্দী গ্রামের কিরণ, রফিক, কাজিকান্দী গ্রামের রুহুল আমিন ও মহাজনকান্দী গ্রামের নুরনবী আহত হন। এর মধ্যে গুরুতর আহত কিরণকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঢাকা টু হাতিয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ রোববার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে হাতিয়া যাচ্ছিল। এ সময় সোমবার সকাল ৫টার দিকে যাত্রীবাহী লঞ্চটি তজুমদ্দিন উপজেলার ভাষনভাঙা এলাকার মেঘনা নদীতে জেলে কিরণ মাঝির নৌকাকে ধাক্কা দিলে ওই নৌকার জেলে আবুল কালাম ঘটনাস্থলে নিহত ও অপর চার জেলে আহত হন।    

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ আটকের চেষ্টা চলছে। তবে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।