বিএনপির আন্দোলনকে বাধা দিয়ে বিশৃঙ্খলা করছে আওয়ামী লীগ: টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৩ নভেম্বর ২০২২
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপি নেতা টুকু

বিএনপি কোনো বিশৃঙ্খলা করছে না। মানুষের রাজনীতি, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। আর আওয়ামী লীগ সেই আন্দোলনকে পদে পদে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নিজ বাড়িতে রাজশাহী বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন।

টুকু বলেন, আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন, নিপীড়ন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। এক কথায় মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রাজশাহী সমাবেশকে কেন্দ্র করে প্রত্যন্ত অঞ্চলে গণজাগরণ দেখা দিয়েছে। এ সমাবেশে অন্য বিভাগের চেয়ে বেশি মানুষের সমাবেশ ঘটবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।