সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৪ নভেম্বর ২০২২
শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজীর মৃত্যু হয়

সুন্দরবনের দুবলারচরে শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মনিরুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোয়ার গাজীর ছেলে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুবলারচর থেকে অন্য জেলেরা মোবাইল ফোনে জানিয়েছে মনিরুল গাজী সাপের কামড়ে মারা গেছে। তার মরদেহ নিয়ে দুবলারচর থেকে তারা বাড়িতে রওনা হয়েছে। শুনেছি শুঁটকি পল্লীতে মাছ বিছানোর সময় তাকে সাপে কামড় দেয়। সোমবার রাতে তার মরদেহ বাড়িতে পৌঁছাবে।’

আশাশুনি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছে থেকে বিষয়টি শুনেছি। মরদেহ পৌঁছানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।