নাটোরে ছাত্রের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নাটোর সদর উপজেলায় রাহুল হোসেন (১৬) নামের এসএসসির ফল প্রত্যাশী এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের গোদাই রেলসেতুর কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রাহুল সদর উপজেলার মদন হাট গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পরিবারের দাবি, চার-পাঁচজন বখাটে পূর্ব শত্রুতার জেরে তাকে আটকে রেখে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জাগো নিউজকে বলেন, রোববার বিকেলে রাহুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ দুপুর ১২টার দিকে গোদাই রেলসেতুর পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছেলের বাবা ও স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। ঘটনা রেললাইন এলাকায় হওয়ায় বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা দেখবে।
রেজাউল করিম রেজা/এসজে/এমএস