চট বিছিয়ে পাঠদান, বেঞ্চ পাচ্ছেন রশিদ মাস্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩১ বছর আগে বাড়ির পেছনে মাটিতে চট বিছিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন আব্দুর রশিদ। এখন বাড়ির বাইরে টিন দিয়ে দুটি ঘর করে প্রতিদিন ১০০ শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ান তিনি। দোকানে ওষুধ বিক্রির আয়ে চলে তার সংসার। তবে এ যুগে এসেও রশিদ মাস্টারের পাঠশালায় ছিলনা শিক্ষার্থীদের বসে পড়ার বেঞ্চ।
এ নিয়ে গত ২৯ অক্টোবর ৩১ বছর ধরে বিনামূল্যে পড়াচ্ছেন রশিদ মাস্টার এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। প্রতিবেদনটি চোখে পড়ে স্থানীয় প্রশাসনের।
পরে সোমবার (১৪ নভেম্বর) রাতে রশিদ মাস্টারের পাঠশালা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আবুল হায়াত।

এসময় তিনি বলেন, রশিদ মাস্টারের পাঠশালা প্রশংসার দাবিদার। কিন্তু আমরা এখানে এসে দেখলাম তার পাঠশালায় নেই শিক্ষার্থীদের বসে পড়ার বেঞ্চ। তাই এ ঠাণ্ডায় যেন শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেঞ্চ উপহার দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কম্বলেরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও গুনি ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে রশিদ মাস্টারকে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
সোহান মাহমুদ/জেএস/এএসএম