আলহাজ উদ্দিনের বাড়ি-ভ্যানে প্রিয় দলের পতাকার রং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৭ নভেম্বর ২০২২

ফুটবল বিশ্বকাপ এলেই উন্মাদনায় ভাসেন ফুটবলপ্রেমী সমর্থকরা। কাতার ফুটবল বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন বাংলাদেশি সমর্থকরা।

এর ছোঁয়া পড়েছে সিরাজগঞ্জেও। কয়েকদিন ধরেই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামে দেখা মিলছে বাড়ি, ভ্যান, আঞ্চলিক সড়কের দুপাশে লাগানো প্রায় চার শতাধিক সুপারি গাছের গোড়া আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করার দৃশ্য।

এসবের মধ্যে সাদা এবং আকাশি রংমিশ্রিত ভ্যানগাড়িটি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ‘আর্জেন্টিনার ভ্যানগাড়ি’ হিসেবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ওই গ্রামের আলহাজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ভ্যান চালিয়েই জীবিকা নির্বাহ করেন তিনি।

পছন্দের দলের প্রতি সমর্থন ও শুভ কামনা জানাতেই নিজের বাড়িসহ ভ্যান আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন আলহাজ উদ্দিন। শুধু তাই নয়, আঞ্চলিক সড়কের পাশে লাগানো সুপারি গাছের গোড়ায়ও সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

jagonews24

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে আর্জেন্টিনার ভক্ত আলহাজ উদ্দিন বলেন, শিশুকাল থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখতেন। তার পছন্দের দল আর্জেন্টিনা। এই পছন্দ থেকেই তিনি তার সবকিছুকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। এতে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। আলহাজ উদ্দিনের বিশ্বাস, এবার কাপ ঘরে তুলবেই তার দল।

আর্জেন্টিনা দলের কার খেলা ভালো লাগে, এমন প্রশ্নের জবাবে তিনি জাগো নিউজকে বলেন, ‘সবার খেলাই ভালো লাগে, তবে বেশি ভালো লাগে মেসির খেলা।’

আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো ভ্যানগাড়িতে ওঠা যাত্রীদের অনূভুতির কথা জানতে চাইলে আলহাজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ভ্যান রং করেছি অনেক আগেই। তবে বেশিরভাগ যাত্রীরাই ভ্যানে উঠে বলে আপনে কি আর্জেন্টিনা? উত্তরে বলি ‘হ্যাঁ’। তখন যাত্রীদের সঙ্গে আর্জেন্টিনাকে নিয়ে অনেক গল্প করি।

সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি বরাবরই দর্শকদের আগ্রহ একটু বেশি থাকে। এই সমর্থনের কারণে ওই ব্যক্তি নিশ্চয় নিজের বাড়ি ও ভ্যান আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।