ফরিদপুরে সবজির বস্তায় ফেনসিডিল, স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৭ নভেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দায় অভিনব কায়দায় ফেন্সিডিল বহনকালে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জয়বাংলা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাহিদ হাসান (৪১), তার স্ত্রী রূপা বেগম (৩৭) ও প্রতিবেশী মোসাম্মাৎ সাদিয়া বেগম (৩০)। তারা চুয়াডাঙ্গা ও যশোরের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে ঢাকাগামী বিআরটিসির একটি বাস তল্লাশি করে ৬৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা বস্তায় সবজি ভর্তি ব্যাগে ফেনসিডিল পাচারের চেষ্টা করেন। পরে তাদের নামে মামলা হয়।


এন কে বি নয়ন/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।