বাংলাদেশও দুর্ভিক্ষের সিরিয়ালে এসে গেছে: চরমোনাই পির
মোংলায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম
চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, এদেশেও দুর্ভিক্ষ চলে আসতে পারে, ১৭টি দেশের মধ্যে বাংলাদেশও এ সিরিয়ালে এসে গেছে। কারণ, যারা ক্ষমতা রয়েছেন তারাই বিদেশে টাকা পাচার করে দিয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) রাতে বাগেরহাটের মোংলাবন্দর বহুমুখী কওমী মাদরাসা প্রাঙ্গণে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, বর্তমানে যেভাবে দেশ চলছে, দেশের যে অবস্থা তাতে নির্বাচনে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি ভবিষ্যৎ পরিবেশের ওপরই নির্ভর করবে।
মোংলা উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোংলা ছাড়াও রামপাল, দাকোপ, শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলা থেকে কয়েক হাজার চরমোনাই অনুসারীর সমাগম ঘটে।
আবু হোসাইন সুমন/এমআরআর/এমএস