শেরপুর হাসপাতালের বারান্দা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ নভেম্বর ২০২২

শেরপুর সদর হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মধু চক্রবর্তী নেত্রকোনা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় থাকতেন।

স্বজনরা জানান, মধু চক্রবর্তী পেশায় ধান চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন। বৃহস্পতিবার থেকে তিনি শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের ছয় তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দেন মধু। টের পেয়ে হাসপাতালের লোকজন ও মধুর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জাগো নিউজকে বলেন, ওই ব্যক্তির পরিবার থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


ইমরান হাসান রাব্বী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।