মেঘনায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২০ নভেম্বর ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে রায়হান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান ওই এলাকার দেলোয়ারের ছেলে।

স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে যায় রায়হান। কোনো এক সময় সে নদীতে পড়ে যায়। কিন্তু বাবা দেলোয়ার সেদিকে খেয়াল করেননি। রায়হান বাড়ি ফিরে গেছে ভেবে বাড়িতে গিয়ে না পেয়ে আবার নদীতে গিয়ে তার খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি প্রবেশ করায় এমনটি হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, কোনরকম অভিযোগ না থাকায় মরদেহ পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।