নীলফামারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতীকী ছবি
নীলফামারীর সৈয়দপুর থেকে ৪০০ পিস ইয়াবাসহ ইমরান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। সোমবার রাতে তাকে জেলার সৈয়দপুর উপজেলা শহরের সৈয়দপুর প্লাজা চত্বর থেকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পের জেসিও জাফর আলী জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ী সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় র্যাবের পক্ষে সৈয়দপুর থানায় মামলা দেয়া হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস