আখাউড়া হয়ে এলো আরও ১৭৪ টন গুঁড়া পাথর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২১ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ১৭৪ টন গুঁড়া পাথর আমদানি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভারতের আগরতলা স্থলবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দরে আটটি ট্রাকে করে এসব পাথর এসে পৌঁছায়।

এরআগে, গত ১৩ নভেম্বর আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৭০ টন পাথর প্রথমবারের মতো আমদানি করা হয়।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম সাম্মু জানান, আটটি ট্রাকে আরও ১৭৪ টন পাথর এসেছে। পাথরবোঝাই ট্রাক থেকে বন্দরে প্রবেশ ও অবস্থান ফিসহ বিভিন্ন মাশুল বাবদ টাকা আদায় করা হচ্ছে। পাথরগুলো বন্দরে খালাস করা হয়েছে।

jagonews24

আখাউড়া স্থলবন্দর এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা জানান, আমদানি হওয়া পাথর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের কাজে ব্যবহার করা হবে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই চার লেন সড়ক নির্মাণে নিজ দেশ থেকে পাথর আমদানি করেছে।

তিনি আরও জানান, তারা প্রতি টন পাথর ১৩ মার্কিন ডলারে আমদানি করেছেন। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ আমদানি করা পাথরের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে। পাথরগুলোর আমদানি শুল্ক প্রায় ৬৯ শতাংশ।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক জানান, এলসিতে আমদানির জন্যে ২৭০০ টন পাথর আসবে। বাকি পাথরগুলো আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরে এসে পৌঁছাবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।