রাগ ভাঙলো বৃদ্ধ বাবার, ফিরলেন বাড়িতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২২
বাবার রাগ ভাঙিয়ে বাড়ি নিয়ে যান ছেলে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছেলে ও স্ত্রীর সঙ্গে রাগ করে তিন দিন আগে বাড়ি ছাড়েন কফিজুল ইসলাম নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধ। শীতের মধ্যে গরম কাপড় ছাড়া একটি বিদ্যালয়ের বারান্দায় রাত কাটাচ্ছিলেন তিনি। খবর পেয়ে বাবার রাগ ভাঙিয়ে অবশেষে বাড়িতে নিয়ে আসেন ছেলে শাহিনুর।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাড়িয়া ইউনিয়নের সরমজানি গ্রামে বৃদ্ধ কফিজুলের বাড়ি। ছেলে ও স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শুক্রবার সকালে বাড়ি থেকে চলে যান তিনি। চাড়োল ইউনিয়নের লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বারান্দায় রাত যাপন করছিলেন তিনি। শনিবার গভীর রাতে বাড়ি ফেরার সময় কফিজুলকে দেখে এগিয়ে যান সরকারি শহীদ আকবর আলী কলেজের প্রভাষক মামুন কায়সার।

বৃদ্ধকে সেখান থেকে বিদ্যালয়ের পাশেই তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর খাবার খাওয়ান। এরপরে গরম কাপড় দিয়ে বাড়িতে থাকার অনুরোধ জানান। কিন্তু বৃদ্ধ কফিজুল রাতেই চলে যান বিদ্যালয়ের বারান্দায়।

প্রভাষক মামুন রোববার সকালে ওই বৃদ্ধের ছবি তুলে পরিচয় এবং পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। বিষয়টি নজরে আসে পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের। পরিচয় শনাক্ত করে ওই বৃদ্ধের ছেলে শাহিনুরসহ রোববার রাতে উপস্থিত হন বিদ্যালয়ের বারান্দায়। বাবার রাগ ভাঙিয়ে বাবাকে বাড়িতে নিয়ে আসেন তিনি।

ছেলে শাহিনুর বলেন, ‘শুক্রবার সকালে বাড়িতে ঝগড়া করে বেরিয়ে যান বাবা। এরপর আর ফিরেননি। আমরা খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু সন্ধান মিলছিল না। এখন বাবাকে পেয়েছি। বাবার সঙ্গে ঝগড়া করবো না এবং বাবার যত্ন নেবো।’

ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সন্ধ্যায় ফেসবুকে পোস্ট নজরে আসার পর বৃদ্ধ বাবার পরিচয় খুঁজে বের করি। এরপর পাড়িয়া বাজার থেকে বের হওয়ার সময় শাহিনুরকে তার বাবার কাছে নিয়ে যাই। বর্তমানে তিনি বাড়িতে আছেন। আমি তার খোঁজ রাখছি।’

প্রভাষক মামুন কায়সার বলেন, ‘নিজের বাবা-মা নেই। তাই বাবা ও মায়ের অনুপস্থিতির বিষয়টা মাঝে মধ্যেই হৃদয়ে নাড়া দেয়। আমি চেষ্টা করেছি বৃদ্ধ বাবার কষ্ট লাঘব করতে। বাবা ও ছেলের সম্পর্কের অবনতি ভবিষ্যতে আর না ঘটুক এমনটা আশা করি।’

তানভীর হাসান তানু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।