সিরাজগঞ্জে শিশুহত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২২ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জে শিশু ইমন (৬) হত্যার মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ দণ্ডাদেশ দেন।

আদালতের অতিরিক্ত সহকারী কৌসুলি অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের সোহেল রানা, কাউছার সেখ, হিরণ, আল-আমিন ও ওসমান আলী। মামলার আরও দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে এ রায় দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার চর মকিমপুর এলাকার প্রবাসী চাঁন মিয়া ও মমতা খাতুনের সন্তান ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। এর এক সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি দুপুরে মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নিহত শিশুর চাচা ছানোয়ার হোসেন সাতজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।