শেরপুরে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২২ নভেম্বর ২০২২
পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা

শেরপুরে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটেছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হন।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিকেলে আমার বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে জেলা অফিসে যাচ্ছিলাম। পথে গোয়েন্দা (ডিবি) পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।’

jagonews24

তার দাবি, ‘এতে অন্তত বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া জাগো নিউজকে বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিল, তারা নাশকতার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। প্রায় তিন হাজার ইট পাটকেল তারা নিক্ষেপ করে। প্রস্তুতি থাকায় তাদের নিবৃত্ত করতে পেরেছি।’

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

ইমরান হাসান রাব্বী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।