১০১৫ কিলোমিটার হাঁটা শুরু বাবা-ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২২ নভেম্বর ২০২২
তেঁতুলিয়া থেকে হাঁটা শুরু করেন সাদেক আলী সরদার ও তার ছেলে মোস্তাফিজুর রহমান

গাইবান্ধা পৌর শহরের বাসিন্দা সাদেক আলী সরদার (৬৭) ও তার ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭) এবার ১০১৫ কিলোমিটার হাঁটা শুরু করেছেন। ‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করবো জয়’ স্লোগানে রোববার (২০ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া জিরোপয়েন্ট থেকে ছেলেকে নিয়ে ৫০তম মিশন শুরু করেন সাবেক এ সেনা কর্মকর্তা।

মঙ্গলবার (২২ নভেম্বর) নীলফামারীর জলঢাকা উপজেলায় দুপুর ১টায় পৌঁছান তারা। সেখান থেকে পাগলাপীর হয়ে রংপুর যাবেন। রাত যাপন করবেন রংপুর সেনানিবাসে।

টেকনাফ পৌঁছানোর পর নিজেদের সক্ষমতা বুঝে বিশ্বভ্রমণের কথা জানিয়ে ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে বাবার ইচ্ছাতেই হাঁটা শুরু। ছোট বেলা থেকেই বাবা-ছেলের সম্পর্ক বন্ধু সুলভ। বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। এর আগে বাবাসহ ছোট বড় মিলে ৪৯টি মিশন শেষ করেছি। যার মধ্যে সর্বোচ্চ ২২৬ কিলোমিটার পথ হেঁটেছি। এবার ১০১৫ কিলোমিটারের লক্ষ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাবো।’

jagonews24

তিনি আরও বলেন, ‘বর্তমানে বৃদ্ধাশ্রমগুলোতে বাবা-মায়ের সংখ্যা বাড়ছে। দিন দিন যৌথ পরিবারের সংখ্যা কমে একক পরিবার বাড়ছে। আমাদের এ হাঁটার মাধ্যমে বাবা ছেলের যে মহৎ সম্পর্ক তার বার্তা দিয়ে যাচ্ছি।’

সাদেক আলী সরদার বলেন, ২০০৬ সালে চাকরি থেকে অবসরে যাই। কয়েক বছর কোনো কাজ ছাড়া বসে থাকতে থাকতে শরীরে নানা রোগ বাসা বাঁধে। এরপর সিদ্ধান্ত নেই হাঁটার। সব রোধ প্রতিরোধের জন্য হাঁটার কোনো বিকল্প নাই। হাঁটতে হাঁটতে একদিন এটাকে মিশন বানিয়ে ফেলি। আমার এ মিশনে সহযোদ্ধা বড় ছেলে।’

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।