আড়াইহাজারে ভোজ্যতেল কারখানা সিলগালা, জরিমানা দুই লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২২ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার বাঘবাড়ী এলাকার বিএম অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, কারখানাটি কোনো নিয়ম না মেনে অস্বাস্থ্যকরভাবে ভোজ্যতেল বোতলজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিল। কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন, উপযুক্ত ল্যাব ও কেমিস্ট ছিল না। নষ্ট যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ লেখা থাকলেও সেটা পরীক্ষিত ছিল না। শিশুশ্রমিক নিয়োগ করা ছিল। তাই কারখানাটিকে সিলগালা করে দিয়ে জরিমানা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।