বিয়ে করতে এসে জরিমানা গুনলেন বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২২ নভেম্বর ২০২২
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

রাজৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (২১ নভেম্বর) রাতে রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মাসুদ বেপারীর বাড়িতে তার মেয়ের বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে রাত ১১টার দিকে রাজৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী মো. হাবিব রাজৈর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ দেখে কনের বাড়ির লোকজন পালাতে চেষ্টা করেন। এ সময় বর মো. ইস্রাফিল (২৫), কনে (১৪) ও কনের বাবা মাসুদ বেপারীকে আটক করে রাজৈর থানায় নিয়ে আসে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কনের বাবা মাসুদ বেপারী ও বর ইস্রাফিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান। শুনানি শেষে বর ইস্রাফিলকে ৩০ হাজার ও কনের বাবা মাসুদ বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।