সাইকেল উপহার পেলো চরাঞ্চলের ৪১ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ৪১ জন হতদরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে চরগিরিশ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়। ২০২২-২৩ অর্থ বছরের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় এসব বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয় চার লাখ ৪৮ হাজার ৯৯০ টাকা।

Sirajgonj-(2).jpg

বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীরা জাগো নিউজকে বলেন, সাইকেল উপহার পেয়ে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে। বিদ্যালয়ে হেঁটে আসতে আমাদের অনেক কষ্ট হতো। সাইকেলে সেই কষ্ট দূর হবে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, চরগিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জিয়াউল হক, প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আমিনা খাতুন, ইউপি সচিব আবু সাইদ, চরগিরিশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিএসসি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।