শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট

নিরাপত্তা প্রহরীকে মারধর করে স্মার্ট ল্যাবে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৪ নভেম্বর ২০২২

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে স্মার্ট ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন।

বুধবার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আরেফ রব্বানী বলেন, বুধবার রাতে পাঁচ ছয়জনের একটি দল নিচ তলার গ্রিল কেটে দুইজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে দোতলার স্মার্ট ল্যাবের ত্রিশটি কম্পিউটারের র্যাম, মাদারবোর্ড ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায়। এসময় নিরাপত্তা প্রহরী লুৎফর রহমান ও নৈশ প্রহরী দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। ভোরে আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে স্মার্ট ল্যাব পর্যবেক্ষণ করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। হাসপাতালে আহতদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

ইমরান হাসান রাব্বী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।