ফতুল্লায় ২৪ ইটভাটার বিরুদ্ধে মামলা, সমন জারি
পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ও নবায়ন না করার অভিযোগে ফতুল্লা থানা এলাকার ২৪টি ইট তৈরি কারখানার (ব্রিকফিল্ড) বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএসটিআই-এর ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলা গ্রহণ করে সমন জারি করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিএসটিআই ঢাকা-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত ১০ ও ১১ ফেব্রুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাগলা, ধর্মগঞ্জ ও বক্তাবলী ও আলীরটেকে ২৪টি ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে উল্লেখিত পণ্য বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখার বিষয়গুলো পরিলক্ষিত হয়।
এও দেখা যায়, বিএসটিআই অনুমোদিত ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, ইট প্রয়োজনীয় পানি শোষণ ও উত্তমরূপে পোড়ানো ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছে প্রতিষ্ঠানগুলো। বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে উক্ত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় “বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত (আইন) ২০০৩” এর ২৪ ধারার পরিপন্থী এবং ৩১এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুর রউফ মোল্লা জানান, আদালত মামলা গ্রহণ করে সমন জারি করেছেন। বুধবার এ সমনের তারিখ জানানো যাবে।
ফতুল্লা থানা ইটভাটা মালিক সমিতির সভাপতি শওকত আলী জাগো নিউজকে জানান, মামলা হয়েছে কি-না তা আমার জানা নেই। আর মামলা দায়ের করার পূর্বে মালিকদের একটু সময় দেয়ার প্রয়োজন ছিল।
মো. শাহাদাত হোসেন/বিএ