ভোলার দুই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর এবং ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের হারিয়ে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।
তাদের মধ্যে আসলামপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম আনারস প্রতীকে ৪ হাজার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরে আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭৭ ভোট। বিজয়ী কাশেম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
অন্যদিকে, ওমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম সিরাজুল ইসলাম আনারস প্রতীকে ৫ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম নৌকা প্রতীকে ৩ হাজার ৬৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বিজয়ী সিরাজুল উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সোমবার (২৮ নভেম্বর) রাতে চরফ্যাশন উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এই ফলাফলের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এএসএম