মুন্সিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
অডিও শুনুন
মুন্সিগঞ্জে প্রিয় দলকে সমর্থন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থকরা। বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জেলা স্টেডিয়ামের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মোটরসাইকেল ও ট্রাকে করে কয়েকশ সমর্থক অংশ নেয়। তারা ৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে আর্জেন্টিনা, মেসিসহ নানা স্লোগানে সড়ক মুখরিত করে রাখেন।
মিছিলে অংশ নেওয়া সিয়াম জয় বলেন, আমরা আশাবাদী আজকে আর্জেন্টিনা জিতবে। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে সবাই একত্রিত হয়েছি। আর্জেন্টিনা ও মেসিদের জন্য শুভকামনা।
রফিকুল ইসলাম নামের আরেক সমর্থক বলেন, আমরা চাই আর্জেন্টিনা জিতুক। অনেক দূরে খেলা হলেও মনে হয় তারা আমাদের কাছের মানুষ। রাত জেগে খেলা দেখি। চাই মেসির হাতে এবারের বিশ্বকাপ উঠুক।
আশরাফ নামের আয়োজক কমিটির এক সদস্য বলেন, মেসি-ডি মারিয়াদের জন্য শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করা হয়। এটা মেসির শেষ বিশ্বকাপ। আমাদের প্রত্যাশা মেসির হাতে তার শেষ বিশ্বকাপটি উঠুক। তাহলেই দীর্ঘদিনের বিশ্বকাপের পাওয়ার অপেক্ষা ঘুচবে আর্জেন্টিনার সব সমর্থকদের।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম