হাসপাতাল চত্বর পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার করলো একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ২০-২২ জন কলেজশিক্ষার্থী এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পরিষ্কারের পর পলিথিনের ব্যাগে ময়লা-আবর্জনা ভরে ডাস্টবিনে ফেলেন।
বিডি ক্লিনের অতিরিক্ত বিভাগীয় সমন্বয়ক সাঈদ হোসেন বলেন, শহরের সড়ক, কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কমপ্লেক্স, রেলস্টেশন, বাস টার্মিনালসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির বেশিরভাগ সদস্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
ঈশ্বরদীর বাসিন্দা আব্দুল আলিম মিঠু জাগো নিউজকে বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধে উদ্ধুদ্ধ হয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। এটি দেখে আমার খুব ভালো লাগলো।’
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম বলেন, শিক্ষার্থীরা হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শেখ মহসীন/এসআর/জিকেএস