সিদ্ধিরগঞ্জে বিএনপি-নাগরিক ঐক্যের ৬ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর দিদার আলম (৬১), নাগরিক ঐক্যের থানার সমন্বয়ক আলী হোসেন ওরফে নূর (৪৮), নাগরিক ঐক্যের মাঠ পর্যায়ের কর্মী সংগ্রাহক মেহেদী হাসান রতন (২৮), বিএনপিকর্মী সুজন (২৪), রুবেল (২৫) ও রবিউল হাসান (২৮)।
দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মশিউর রহমান।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগে ঘটনায় বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এরআগে ২৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীদের নামে আরেকটি মামলা হয়।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম