মা ব্যস্ত ঘরের কাজে, পুকুরে ডুবে প্রাণ গেলো দুই বছরের শিশুর

ভোলায় বসতঘরের পাশে পানিতে ডুবে লিমা বেগম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
শিশু লিমা ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বিকেলের দিকে শিশুটির মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু লিমা ঘরে ছিল। একপর্যায়ে শিশুটি সবার অগোচরে হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে বসতঘরের পাশে পুকুরে কাছে চলে যায়। পরে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা ঘরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশু লিমাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম