নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান

নিহত চারজনের জানাজা একসঙ্গে, দাফন পাশাপাশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩০ এএম, ০৩ ডিসেম্বর ২০২২

যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় নিহত পাঁচজনের মধ্যে বাবা-ছেলেসহ একই গ্রামের চারজনের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ মাঠে নিহতদের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

তারা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশুপুত্র তাওসিন হোসেন (৬), মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম (৩৮) ও মীর রফিজ উদ্দীনের ছেলে শামছুর রহমান (৬০)।

নিহতদের জানাজায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ অসংখ্য মানুষ অংশ নেন।

JOSHOR-2.jpg

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান পাপ্পু জানান, তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিহতদের স্বজনদের সঙ্গে ছিলেন। হাসপাতালে সব প্রক্রিয়া শেষ করে মরদেহ বাড়িতে আনা হয়। রাত ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ ময়দানে নিহত চারজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

অন্যদিকে, এ দুর্ঘটনায় নিহত অপরজন জিয়াউর রহমানের (৩৫) জানাজা তার নিজ গ্রাম জয়পুরে সম্পন্ন হয়েছে।

এর আগে এদিন সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

মিলন রহমান/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।