রাস্তাজুড়ে বাড়ি নির্মাণ, বাধা দেওয়ায় বন কর্মকর্তার ওপর হামলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা লিটন শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রাস্তাজুড়ে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজান মোল্লা তার জমিসহ রাস্তাজুড়ে ঘর নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী বন কর্মকর্তা লিটন শেখ রাস্তা ছেড়ে কাজ করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মিজান তার লোকজন নিয়ে লিটন শেখের ওপর হামলা চালান। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে লিটন শেখকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে বন কর্মকর্তা লিটন শেখ জাগো নিউজকে বলেন, আমি সকালে অফিসে যাওয়ার সময় রাস্তার মাঝখান জুড়ে মাটি কাটতে দেখি। এলাকার জনস্বার্থে পাশে থাকা গোলাম নবীকে রাস্তা ছেড়ে কাজ করতে বললে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি উত্তেজিত হন। তার ছেলে মিজান দলবল নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে মিজান মোল্লার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। এদিকে, মিজান মোল্লার বাবা গোলাম নবী এ বিষয়ে বক্তব্য দিতে গেলে মিজানের স্ত্রী তাকে কোনো কথা বলতে দেননি।
হামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম