বগুড়ায় ১২ মামলার আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ১২ মামলার আসামি সন্ত্রাসী সাগর হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার সাগর হোসেন উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগর হোসেন এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী। সে শাবরুল এলাকায় চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবকলীগ নেতা ফোরকান হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তিনটি হত্যা, তিনটি মাদক, দ্রুতবিচার, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা রয়েছে তার নামে । মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জেএস/এমএস