মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ফুটওভার ব্রিজেও পুলিশ
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যেকোনো নাশকতা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড অংশেই আছেন তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য। মহাসড়ক ছাড়াও ফুটওভার ব্রিজে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকার ফুটওভার ব্রিজে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সাইনবোর্ড অংশে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জল কামান। পাশাপাশি ক্ষণে ক্ষণে মহাসড়কে চলছে পুলিশ ও র্যাবের মহড়া।
এদিকে ৭ নভেম্বর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোতে ও যাত্রীদের তল্লাশি করেছে পুলিশ। তল্লাশিকালে আজ মৌচাক এলাকা থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জাগো নিউজকে বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের ফুটওভার ব্রিজে রাখা হয়েছে। পাশাপাশি সাইনবোর্ড এলাকার আশপাশের বাড়ির ছাদেও প্রচুর পরিমাণে পুলিশ রাখা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কেই অবস্থান করবে। যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস