আদমদীঘিতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে আমির হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আমির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

জানা যায়, শনিবার সকাল ১০টার দিক ছোট আখিড়া গ্রামের শিশু আমির হোসেন অপর শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১টায় বাড়িরে পাশের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে।

এরপর আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।