পর্বত দিবস
বান্দরবানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দিবসটি উপলক্ষে বান্দরবান-কেরানীহাট সড়কের বাইতুলইজ্জত এলাকা হতে একটি ম্যারাথন দৌড় শুরু হয়। যা বান্দরবান সদরস্থ রাজারমাঠে এসে শেষ হয়।

এ প্রতিযোগিতায় অংশ নেন ১৭ জন প্রতিযোগী। এর মধ্যে ১৮ কিলোমিটার পথ ১ ঘণ্টা ২৫ মিনিটে পাড়ি দিয়ে প্রথম স্থান দখল করে নেন আব্দুল্লাহ আল নোমান। দ্বিতীয় হন মোহাম্মদ কাউছার ও তৃতীয় হন মো. রুবেল। এছাড়া সাত প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিং ইয়ং ম্রো, প্রশাসনিক কর্মকর্তা উচিং মং মারমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এটিএম কাউছার বলেন, বান্দরবান পার্বত্য জেলায় ১১টি ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষের বসবাস। এখানকার পাহাড়, কৃষ্টি, সংস্কৃতি অত্যন্ত চমৎকার। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন খেলাধুলা, সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।
নয়ন চক্রবর্তী/জেএস/এমএস