পঞ্চগড়ে কলেজশিক্ষকদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ শিক্ষক দল মকবুলার রহমান সরকারি কলেজ শিক্ষক দলকে ৩-১ গোলে পরাজিত করে।

খেলা চলাকালীন মাঠের চারপাশে উভয় কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় দর্শকদের ভিড় দেখা গেছে।

খেলা শেষে মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাইনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হুদা, উপাধ্যক্ষ নাজির হোসেন ও জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার।

সফিকুল আলম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।