জীবননগর সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে তারিক (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তে ৬৮ নম্বর মেইন পিলারের কাছে দোয়াড় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তারিক উপজেলার গয়েশপুর পুকুরপাড়ার প্রান্তিক কৃষক রবগুল হোসেনের ছেলে। তিনি বিজিবির সোর্স ছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে তারিককে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি মারা যান।

ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তারিকের মরদেহ ঢাকায় ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানায়।

পারিবারিক সূত্র জানায়, বিজিবির সোর্স হিসেবে তারিক কাজ করতেন। গতরাতে তাকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনার ব্যাপারে আমাদের কেউ জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।

এ বিষয়ে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তারেক বিভিন্ন সময় তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।