ফতুল্লায় ৪২ ঘর পুড়ে ছাই


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসত বাড়িতে আগুন লাগার ঘটনায় ৪২ ঘর পুড়ে গেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার ভোরে ফতুল্লার কায়েমপুর বিলাস নগর এলাকায় দুই ভাই, নুর মোহাম্মদ ও লাল মিয়ার ভাড়া দেয়া দু`টি কাঠের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ কিল্লারপুল ও মন্ডলপাড়া ফায়ারস্টেশন থেকে দু`টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাড়াটিয়া জোনাকী জাগো নিউজকে জানান, রাত একটার সময় বাড়ির এক পাশের একটি ছুটের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে দু`টি বাড়িতে। এসময় খালি হাতে দৌঁড়ে ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসি। এখন আমার ঘরের কোনো চিহ্ন নেই।

ক্ষতিগ্রস্থ সাথী বেগম জাগো নিউজকে জানান, রাতে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ঘর থেকে বের হয়ে ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে রাস্তায় চলে আসি। আগুন নিভে যাওয়ার পর ঘরে ছাই ছাড়া কোনো কিছুই পাইনি।

বাড়িওয়ালা নুর মোহাম্মদ জাগো নিউজকে জানান, দুইটি লাইনে কাঠ টিন দিয়ে নির্মাণ করা নিজের ১৮টি ও তার বড় ভাই লাল মিয়ার একইভাবে নির্মিত ২৪টি ঘর রয়েছে। আগুনে তাদের দুটি বাড়ির ৪২টি ঘর পুড়ে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ জাগো নিউজকে জানান, দু`টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

শাহাদাত হোসেন/এফএ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।