জীবননগরে খেলতে গিয়ে গাছ উপড়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৫ ডিসেম্বর ২০২২

গাছের সঙ্গে দড়ি বেঁধে কয়েকজন শিশু দোল খাচ্ছিল। এসময় হঠাৎ গাছটি উপড়ে যায়। আর এতেই ঘটনাস্থলে এক শিশুর গাছচাপায় নিহত হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আদর্শপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আবির হোসেন (৭)। সে একই এলাকার আবদার আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, গাছে দড়ি বেঁধে কয়েকজন শিশু দোল দোল খেলছিল। এসময় গাছটি উপড়ে গেলে চাপা পড়ে শিশু আবির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, গাছের শিকড় নরম বা মাটি সরে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, খেলার সময় গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।